সাহিত্য

রাইসুল এইচ চৌধুরীর কবিতা: আধখানা বিকেল

আধখানা বিকেল

Advertisement

হেঁটে হেঁটে পৌঁছে গেছি;জীবন গোধূলিতেশত বাধা উপেক্ষা করে,দিন-রাত একাকার করে,শীতের জবুথবু সকাল-বিকেলবর্ষার কদম ফুল চৈত্রের তালের আঁটিবশিয়ার খালের দুরন্ত সাঁতারহরিয়ান বিলের শাপলা-শালুকসব কিছু পেরিয়ে পৌঁছে গেছি প্রান্তরেখায়।

শৈশবের সেই স্মৃতিময় সকাল-দুপুর-রাত পেরিয়েযৌবনের নিভু নিভু বিকেল আজ অস্তাচলেজীবনের জল শুকিয়ে গেছেমরা নদীর বাঁকে;হৃদয় হয়েছে আজ নিঃসঙ্গ চিল কাঁটা ঘুড়ি হয়ে আর কতো ওড়াউড়ি করি তোমার আকাশে?ভুখা চোখের নিদারুণ অব্যক্ত ক্ষুধাএই গ্যালাক্সির অন্তরালে যোজন যোজন মাইল হেঁটেও পারিনি কমাতে। শুধু ক্লান্ত পথিক হয়ে পথের দিশা অজানাই রয়ে গেছে আজীবন!

জীবনের হিসেব-নিকেষ কষেছি শুধু নিক্তির ওজনেপাওয়া আর না পাওয়ার মাঝে গোচেনি ব্যবধান কোনো কালে!থেকে গেছে শুধু শূন্যস্থান বুকের জমিনে বিশ্বাস ভেঙে-ভেঙে হয়েছে যে ক্ষতের পাহাড়শরীর আর এখন, বইতে পারে না তার ভারকতবার বাঁধা যায় বাসা বিশ্বাসের খড়কুঁটো দিয়ে;এ জীবন সাম্পানে-ঝড়ের রাতে ছিঁড়েছে যে পাল নিমিষের আহ্লাদে-বউলাগোটায়ও তা আর লাগে না জোড়া এই আধখানা বিকেলে।

Advertisement

এসইউ/এএসএম