সাহিত্য

রাইসুল এইচ চৌধুরীর কবিতা: বহুদিন

বহুদিন একসাথে হাঁটা হয়নিচোখাচোখি হয়নি বহুকালঅবেলায় দাঁড়িয়ে থাকা অলস শালিকের মতোদাঁড়িয়ে আছি যেন মহাকাল ধরেহাঁটুগেড়ে বসে থাকা বিজন দুপুর থেমে আছে যেন তোমার ঠোঁটের তিলকের ন্যায় আজন্মকাল।

Advertisement

বহুদিন পাশাপাশি বসা হয়নি বসা হয়নি বেইলি রোড, ধানমন্ডি সাতাশকিংবা মধুর ক্যান্টিনেতোমার আঙুলের মেহগনি স্পর্শ পাওয়া হয়নি অযুত বছর ধরেএক চিলতে রোদের মতোশীতের উঠোন ছেড়ে পালালে কোথায়!ভেবে ভেবে একাকার জীবন-যৌবন।

বহুদিন রাখিনি চোখ তোমার লাজুক চোখেদেখিনি স্বপ্ন নিরেট প্রেমের আদলেব্যস্ত জীবনের নাভিশ্বাস মস্তিষ্ক প্রসব করেনি কোনো ভালোবাসার উপাখ্যান।

বহুদিন কাঁদিনি আমিতোমার অবিনাশী ভালোবাসার স্পর্শেবহুদিন...

Advertisement

এসইউ/জেআইএম