আইন-আদালত

দস্তগীর-সালমানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দস্তগীর-সালমানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী তারাবো পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান ফজলুর রহমানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক সারওয়াত সুলতানা মনামী, ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সারোয়ার, সাবেক পরিচালক রাবেয়া জামালী, আর এ এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, জাফর ইকবাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মাইনউদ্দিন, নুরুল হাসনাত, বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পন্ডিত।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত সালমান এফ রহমানসহ ১৩ জনের নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার গোলাম দস্তগীর গাজী ও হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

Advertisement

অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান থাকায় এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

এমআইএন/এমকেআর/এমএস