বিনোদন

অভাবে স্বভাব নষ্ট সেই লাকি ভাস্কর কি ফিরবে?

অভাবে স্বভাব নষ্ট সেই লাকি ভাস্কর কি ফিরবে?

লাকি ভাস্কর। একটি ব্যাংকের ক্যাশিয়ার। মধ্যবিত্ত একটা জীবন। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে তাকে টিকে থাকতে হচ্ছে। সেই লড়াইয়ে হেরে গিয়ে বিকিয়ে দেন স্বভাবটা। জড়িয়ে পড়েন অনৈতিক কাজে। আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে যখন দুই হাতে কাঁচা পয়সা কামাতে শুরু করেন তখন আচরণটাও বদলে যায় তার। হয়ে উঠেন অহংকারী, দাম্ভিক।

Advertisement

এমনই একটি চরিত্রে অনবদ্য অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন দুলকার সালমান। তেলেগু ক্রাইম ড্রামা ‘লাকি ভাস্কর’ ছবিটি ২০২৪ সালে মুক্তির পর বক্স অফিসে বেশ সাফল্য পায়। সমালোচকদের কাছেও সমানভাবে প্রশংসিত হয় সিনেমাটি।

বাস্তবধর্মী কাহিনি, মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন এবং দুলকারের অনবদ্য অভিনয়ের জন্য ছবিটি এখনো আলোচনায়।

সিনেমাটি মুক্তির পর প্রায় ১০৭ কোটি রুপি আয় করেছিল। এটি দুলকারের ক্যারিয়ারের বড় সাফল্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, লাকি ভাস্কর চরিত্রে কি আবারও ফিরসেবন এই অভিনেতা? অর্থাৎ ছবিটির দ্বিতীয় কিস্তি কি আসবে?

Advertisement

পরিচালকের মুখে দ্বিতীয় পর্বের ইঙ্গিত মিলেছে। সম্প্রতি বিগ টিভি প্লাসে এক সাক্ষাৎকারে পরিচালক ভেঙ্কি আটলুরি বলেন, ‘লাকি ভাস্করের সিক্যুয়েল অবশ্যই হবে।’ তবে নির্দিষ্ট কোনো সময় বা পরিকল্পনা এখনো প্রকাশ করেননি তিনি।

‘লাকি ভাস্কর’ ছবিতে দুলকার ছাড়াও অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী, টিনু আনন্দ, পি সাই কুমার, সচিন খেদেকর, ম্যাথু ভার্গিজ প্রমুখ। মুক্তির পর ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি বরং জিতে নিয়েছিল ‘গদ্দার অ্যাওয়ার্ড ফর থার্ড বেস্ট ফিচার ফিল্ম’ পুরস্কারও।

এলআইএ/জিকেএস

Advertisement