গণমাধ্যম

গণমাধ্যমকে হুমকি দেওয়ায় জাতীয় প্রেস ক্লাবের উদ্বেগ

গণমাধ্যমকে হুমকি দেওয়ায় জাতীয় প্রেস ক্লাবের উদ্বেগ

জুলাই আন্দোলনের এক নেতা গণমাধ্যমকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

Advertisement

সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনা এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রবণতা জুলাইয়ের চেতনার পরিপন্থি। জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান যেসব কারণে সংঘটিত হয়েছিল, তার অন্যতম ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ। মিডিয়াকে হুমকি দেওয়া সেই লক্ষ্য অর্জনের অন্তরায় ও হস্তক্ষেপের শামিল।

বিবৃতিতে নেতারা আরও বলেন, মিডিয়ার ভূমিকায় কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল রয়েছে। প্রচলিত আইনের বিধি অনুযায়ী আদালতেও যাওয়া যায়। কিন্তু এই হুমকি দেশে গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা ও বিকাশের প্রতিবন্ধক বলে আমরা মনে করি।

Advertisement

এমএমএআর/জিকেএস