দিনাজপুরের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাতে জেলার ১৩টি থানা ও পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
Advertisement
সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৪৫ জনকে নাশকতার পরিকল্পনা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকিরা ওয়ারেন্ট ও বিভিন্ন মামলার পলাতক আসামি।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। নাশকতার পরিকল্পনা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
Advertisement
এমদাদুল হক মিলন/এমএন/জেআইএম