অ আ ক খভাষাদিবসের ভোরে কপাল থেকে সরিয়ে দিই চুলফিরিয়ে আনতে চাও প্রভাতফেরি!পাতায় পাতায় আঠা মাখছে অ আ ক খগসপেল১.চাঁদের আলোয় পেঁয়াজখেত। গসপেল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে তুলে আনিহাজার হাজার চা-চক্র আমাদেরসাঁতার জানি। তবু ভয়; ডুবে যাবো না তো২.জনপদে, মাঘের সন্ধ্যায়গেরস্থালি ঘিরেছে বাজারসেই বুড়ো ভালুকের গল্পপ্লিজ, তথ্য লুকোবেন নাহিমহালকা হিম। হেমন্ত চেনা যায় কেবল ফসল দিয়েকেমন পুরুষ! বুকে পিঠে পেশি নেই!পুঁতে রাখা পাপ, স্তরে স্তরেঅতলান্ত সব হাওড় বাঁওড়বন্ধ চোখ ঘিরে নেমে আসে মেঘএসইউ/পিআর
Advertisement