তথ্যপ্রযুক্তি

এখন ইউটিউব লাইভে অতিথিকেও যুক্ত করা যাবে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার। ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করছে সাইটটি। অনেকদিন আগেই ইউটিউবে লাইভের সুবিধা নিয়ে আসে ইউটিউব। তবে এবার অতিথিকেও নিজের লাইভে যুক্ত করার ফিচারই আনছে সাইটটি।

Advertisement

খুব শিগগির ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্টের নিচের অংশে গো লাইভ টুগেদার অপশনটি দেখতে পাবেন। শুরুতে অল্প কিছু ক্রিয়েটরকে এই সুবিধা দেওয়া হবে। লাইভ স্ট্রিমিং করতে ক্রিয়েটরকে টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন সেটিংস, থাম্বনেইল এবং ভিসিবিলিটি সেটিংস ঠিক করে নিতে হবে আগেই। অতিথিকে লাইভ স্ট্রিমে ইনভাইট করতে সিলেক্ট করতে হবে ‘ইনভাইট আ কো-স্ট্রিমার’ অপশন।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে পুরো কাজটি করবেন-

>> প্রথমে আপনার ফোনে ইউটিউব অ্যাপ খুলুন।>> হোম পেজের নিচে থাকা ক্রিয়েট এবংগো লাইভ টুগেদার অপশনে ক্লিক করুন। >> এবার আপনার লাইভের শিরোনাম, বিবরণ, থাম্বনেইল লিখুন।>> এবার আপনার কো-স্ট্রিমার বা লাইভের অতিথিকে আমন্ত্রণ জানান। >> অতিথিকে লাইভের লিঙ্কটি পাঠিয়ে দিন। >> অতিথি আপনার পাঠানো লিঙ্কে ক্লিক করলে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলা হবে।>> এবার লাইভে যেতে গো লাইভ অপশনে ক্লিক করুন। যখন আপনার কো-স্ট্রিমার যুক্ত হবে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে।

Advertisement

তবে শুধু মুঠোফোন থেকে কো-স্ট্রিম করা যাবে। ডেস্কটপে ফিচারটি এখনই ব্যবহার করা যাবে না। এমনকি অতিথিকে যুক্ত করার পর শুধু অতিথির লাইভই প্রদর্শিত হবে স্ক্রিনে। এক সঙ্গে দুজনকে দেখা যাবে না।

সূত্র: গ্যাজেটস নাও

কেএসকে/জেআইএম

Advertisement