জাতীয়

শুধু পদত্যাগের দাবি নয়, আমার জানাজাও হয়ে গেছে

শুধু পদত্যাগের দাবি ওঠেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি। কিছু লোক আমার জানাজা ও দাফন করে ফেলেছেন।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করতেই একজন সাংবাদিক প্রশ্ন রাখেন-আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালোই হতো তবে আপনার পদত্যাগের দাবি কি উঠতো? এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আপনি তো শুধু বললেন পদত্যাগ। আমার তো কুশপুতুল দাহ হয়েছে, দাফন হয়ে গেছে। পদত্যাগ চাওয়া তো কম হয়েছে। আমার তো জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার পর জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি।’

আরও পড়ুন

Advertisement

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন কেন রাত ৩টায়? স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

পরিস্থিতি যদি ভালোই হতো তবে রাত ৩টা বাজে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং করতে হলো- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় কিন্তু আপনাদের কাউকে খুঁজেও পেতাম না। আমি আধ ঘণ্টা আগে আপনাদের বলেছি, আপনারা সবাই গিয়ে হাজির হয়েছেন। আমরা জানি দিনরাত আপনারা কাজ করে যাচ্ছেন।’

‘এটা আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে-রাতে সব সময় কাজ করে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করেন না, দরকার হলে তিনি রাতেও ব্রিফ করেন।’ যোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতরাতে রাজধানীতে কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করেন রাতে। এ পরিস্থিতিতে রাত ৩টায় নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরএমএম/ইএ/এমএস

Advertisement