জাতীয়

গাজীপুরে অবরোধ, ঢাকা থেকে ট্রেন ছাড়তে বিলম্ব

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

Advertisement

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, সিল্কসিটি এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে আর বনলতা এক্সপ্রেস ২টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেন দুটি এখনো স্টেশনে রয়েছে।

Advertisement

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সমস্যাটা গাজীপুরে। ঢাকায় কোনো সমস্যা নেই। সিল্কসিটি ও বনলতা এক্সপ্রেস এখনো ছাড়তে পারিনি। আশা করছি খুব দ্রুত ছাড়তে পারবো।

এনএস/এমআইএইচএস/জিকেএস