ধর্ম

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে খুলছে ছাত্রী বিভাগ!

মুসলিম বিশ্বে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের গ্রহণ যোগ্যতা রয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে যায়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৬ বছরেও নারীদের জন্য কোনো আলাদা বিভাগ নেই। এবার বিশ্ববিদ্যালয়টির সিনিয়র কাউন্সিলর ড. আবদুল্লাহ আল মানিহ নারী শিক্ষার উপর জোর আরোপ করে এ বিশ্ববিদ্যালয়েও পৃথক নারী বিভাগ খোলার প্রস্তাব জানিয়েছেন। খবর আরর নিউজের।তাঁর বক্তব্যে তিনি সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নারী বিভাগ রয়েছে বলেও উল্লেখ করেন।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় নারীদের আত্ম-সামাজিক অবস্থান এবং মান-মর্যাদা ছিল। তাইতো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নারীদের ফয়সালাগুলো (ফতোয়া) হস্তান্তরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তাঁর বোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।ড. আবদুল্লাহ আল মানিহ বলেন, আমাদের জন্য অত্যন্ত জরুরি যে, নারীদের শিক্ষা ও পুর্ণবাসনে যথাযথ গুরুত্ব দেয়া। এ ব্যাপারে আমাদের শিক্ষিত বোনেরা ইসলামি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পুরুষদের সঙ্গে সঙ্গে নারীদের শিক্ষার অধিকার পাওয়ার বিভিন্ন উপায় বের করছে তারা। যাতে এটি নারীদের জন্য সহায়ক হয়।মক্কা ও মদিনার সম্মানিত খাদেম রাজা সালমানের মাধ্যমে এ কাজ করা যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ড. আবদুল্লাহ তার বক্তব্যের সমর্থনে বলেন, ইসলামী নীতি ও নির্দেশাবলীর মধ্যে সামাজিক এবং শিক্ষাগত জীবন থেকে ইসলাম নারীদেরকে বঞ্চিত করে না।এ বিশ্ববিদ্যালয়টি ১৯৬১ সালের ৬ সেপ্টেম্বর রাজকীয় এক ফরমানে প্রতিষ্ঠিত হয়।এমএমএস/এসএম

Advertisement