আবারও যদি কোনো হামলা হয়, তাহলে তার কঠিন জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, আমরা যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত রয়েছি।
Advertisement
সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আমরা কেবলমাত্র ইরানের মহান ও বীর জাতির স্বার্থে এগিয়ে যাবো। তবে শত্রুর প্রতি আমাদের অবিশ্বাস অটল থাকবে।
তিনি আরও বলেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠিন প্রতিক্রিয়া জানাতে আমরা ট্রিগার টানতে প্রস্তুত রয়েছি।
একই সঙ্গে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য জাতিসংঘ এবং এর পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সমালোচনা করেন।
Advertisement
এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে ইসরায়েল আবারও ব্যবস্থা নেবে।
সূত্র: আল জাজিরা
জেডএইচ/
Advertisement