চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ফেসবুকে ভিডিও প্রকাশের পর রাজিয়া সুলতানা সম্পা (৪০) নামে এক মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শিয়ালা কলোনি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রাজিয়া জেলা মহিলা লীগের সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের অনুসারী হিসেবে পরিচিত।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, জেলার পুরাতন স্টেডিয়ামে বাণিজ্যমেলা হচ্ছে। এতে বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেন মহিলা লীগ নেত্রী রাজিয়া সুলতানা সম্পা। কোনো এক সময় সেই স্টলেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। যা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে তাকে আটক করে পুলিশ।
Advertisement
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, মেলার স্টলে মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কেক কেটেছেন জানতাম না। এত বড় বাণিজ্যমেলায় কে কোথায় কী করলো জানতে পারা সম্ভব নয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ভিডিও প্রকাশ করেন মহিলা লীগ নেত্রী। পরে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয়।
সোহান মাহমুদ/জেডএইচ/
Advertisement