প্রবাস

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ আটক ৫

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ আটক ৫

অবৈধ বিদেশিকর্মী নিবন্ধনে সহায়তা এবং প্ররোচনার অভিযোগে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

Advertisement

২০ থেকে ৪০ বছর বয়সী আটক এই পাঁচজনের মধ্যে তিনজন এনফোর্সমেন্ট অফিসার, একজন কোম্পানি ম্যানেজার এবং একজন বিদেশি নাগরিক রয়েছেন।

সূত্রমতে, পুত্রজায়া এবং কেলানটান রাজ্যের আশপাশে সোমবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে সন্দেহভাজন, তিন পুরুষ এবং দুই নারীকে আটক করা হয়।

কমিশনের প্রাথমিক তদন্তে, তিনজন এনফোর্সমেন্ট অফিসার বিদেশি কর্মী নিবন্ধনের আবেদনের জন্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার রিঙ্গিত ঘুস নিয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৪ জুন) সকালে কেলানটানের কোটা বাহরু ম্যাজিস্ট্রেট আদালতে এমএসিসির আবেদনের পর ম্যাজিস্ট্রেট আমিন রশিদি রামলি আটকদের বিরুদ্ধে ৩০ জুন পর্যন্ত সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

সূত্র অনুসারে, ২৩ জুন, এমএসিসি গোয়েন্দা বিভাগ কেলানটানে অভিযান পরিচালনা করে, এ সময় বেশ কয়েকজন ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা জড়িত সিন্ডিকেট কার্যকলাপ উন্মোচন করা হয়, যারা আরটিকে প্রোগ্রামের অধীনে বিদেশি কর্মীদের নিবন্ধনের প্রক্রিয়ায় অবৈধভাবে এবং প্রতিষ্ঠিত পদ্ধতির বিপরীতে বিদেশি এজেন্টদের সাথে যোগসাজশের সন্দেহে ছিলেন।

অভিযানের লক্ষ্য ছিল সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি দমন এবং জড়িত সিন্ডিকেট নেটওয়ার্ককে ভেঙে দেওয়া।গোয়েন্দা বিভাগের সিনিয়র পরিচালক এমএসিসির দাতুক ইদ্রিস জাহারুদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন আটকদের বিরুদ্ধে ২০০৯ সালের এমএসিসি আইনের ১৭(এ) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত আরটিকে প্রোগ্রাম চলাকালীন অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার নামে দেশি-বিদেশি এজেন্ট অভিবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন তাদের খুঁজে বের করে আনতে মাঠে কাজ করছে এমএসিসি।

Advertisement

এমআরএম