জাতীয়

সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ হলেন কুমিল্লার শিশু সাইদুল

সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ হলেন কুমিল্লার শিশু সাইদুল

কুমিল্লার মুরাদনগরে সাড়ে পাঁচ মাসেই কুরআনের হাফেজ হয়েছে সাইদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

সাইদুল ইসলাম উপজেলার বাইড়া দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। সে বাইড়া গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।

হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, হজরত মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।

মাদরাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাইদুলের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের তত্ত্বাবধানে খুব কম সময়ে সে হিফজ সমাপ্ত করতে পেরেছে। মাত্র সাড়ে ৫ মাসেই এ শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করে। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু হাফেজের পরিবার।

Advertisement

সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ছিল। মাদরাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্টা চালায়। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদরাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয়। এতো অল্প সময়ের মধ্যে সে কুরআনে হাফেজ হওয়া মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং দেশবাসীর কাছে দোয়া চাই সে যেন বড় আলেম হয়ে দেশ বাসীর খেদমতে কাজ করতে পারে।

জাহিদ পাটোয়ারী/এমআরএম