অমর একুশে গ্রন্থমেলার পরিধি গতবারের তুলনায় এবার আরো বেড়েছে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠান, বরাদ্দকৃত ইউনিট এবং প্যাভিলিয়ানের সংখ্যার ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি সার্বিক বিষয় তুলে ধরে এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মেলায় সর্বমোট ৪০২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতবার অংশ নিয়েছিল ৩৫১টি প্রতিষ্ঠান। এবারে ১ ইউনিটের ১৯৮টি, ২ ইউনিটের ২৬৬টি এবং ৪ ইউনিটের ৭৬টি স্টল থাকছে। গতবছর ১ ইউনিটের ১৬৯টি, ২ ইউনিটের ২৪০টি এবং ৪ ইউনিটের ৪টি স্টল ছিল।তবে গতবারের চেয়ে এবারে ৩ ইউনিটের স্টলের সংখ্যা কমেছে। এবার ৩ ইউনিটের ১১১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে, গতবার এর সংখ্যা ছিল ১৫০টি। এ বছর প্যাভেলিয়ান থাকছে ১৫টি আর গতবার প্যাভেলিয়ানের সংখ্যা ছিল ১১টি।এ বছর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৩২০টি প্রতিষ্ঠানের জন্য সর্বমোট ৫৪০ ইউনিট বরাদ্দ থাকছে। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকছে ৮২ প্রতিষ্ঠানের সর্বমোট ১১১টি ইউনিট।১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা ও ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।এএসএস/একে/বিএ
Advertisement