বিনোদন

রহস্যে ভরা সুসাইড স্কোয়াডের ট্রেলার প্রকাশ (ভিডিও)

রহস্যে ভরা সুসাইড স্কোয়াডের ট্রেলার প্রকাশ (ভিডিও)

প্রতিবছরের মতো আরেকটি দুর্দান্ত বছর অপেক্ষা করছে হলিউডের ছবিপ্রেমীদের জন্য। এ বছর মুক্তির তালিকায় আছে অসংখ্যা জনপ্রিয় ছবির সিক্যুয়্যালসহ আরো অন্যান্য নতুন ছবি। এবার সে তালিকায় যোগ হলো আরেকটি নাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে ডিসি কমিসকের দুর্দান্ত কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘সুসাইড স্কোয়াড’র ট্রেলার। একটি বিশেষ মিশন সফল করার জন্য সরকারি গোয়েন্দা সংস্থায় নিয়োগ দেয়া হয় দুধর্ষ কিছু সন্ত্রাসীকে। যারা কিনা সুসাইড স্কোয়াডে কাজ করে থাকেন। তাই কাটা দিয়ে কাটা তোলার পদ্ধতিটিই বেছে নেয় গোয়েন্দা সংস্থা। পুরো ছবি জুড়েই রয়েছে এমন রহস্য আর অ্যাকশনের খেলা। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ, মারগট রোবি, বেন এফ্লিক ও সারা ডেলিভিনজে সহ আরো অনেক গুনী অভিনেতা ও অভিনেত্রীরা। ছবিটি চলতি বছরের আগষ্টের ৫ তারিখ টুডি ও থ্রি ডি ভার্সনে মুক্তি দেয়া হবে।দেখুন ছবিটির ট্রেলার আরএএইচ/এলএ/আরআইপি

Advertisement