আন্তর্জাতিক

রাশিয়ায় ভূমিকম্প, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ভূমিকম্প, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রা বলা হলেও পরবর্তিতে জানানো হয় যে, ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

Advertisement

রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে।দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে, ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।

রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেন, আজকের ভূমিকম্পটি অত্যন্ত গুরুতর ছিল এবং এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন। ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বড় ধরনের সুনামির আশঙ্কা না থাকলেও বাসিন্দাদের উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানার পর বুধবার ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলার স্থানীয় সময়) ১ মিটারেরও কম উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় এলাকার কাছাকাছি যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের তথ্য অনুযায়ী, পেরু এবং ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি, পূর্ব চীনের কিছু অংশেও সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে সেখানকার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

টিটিএন

Advertisement