ক্যাম্পাস

বাকৃবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১১ আগস্ট

বাকৃবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১১ আগস্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ১১ আগস্ট।

Advertisement

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহম্মদ সই করা এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন আগামী ৯ আগস্ট সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ১০ আগস্ট নবাগত শিক্ষার্থীদের অনুষদভিত্তিক এবং হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১১ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।

আসিফ ইকবাল/এমএন/জেআইএম

Advertisement