ফিচার

ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২৫ এপ্রিল ২০২২, সোমবার। ১২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ।

ঘটনা১৮৫৯- সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।১৮৮২- খুলনা জেলা যাত্রা শুরু করে।১৯৬৬- ভয়ানক এক ভূমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস।

জন্ম১৮৯৮- নোবেলজয়ী স্পেনীয় কবি ভিয়েসনতি আলেসান্দ্র।১৯২৭- ফরাসি কমিক বই লেখক অ্যালবার্ট উদেরজো।১৯৩৮- প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।১৯৫৯- বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ অমিত চাকমা।

Advertisement

মৃত্যু১৯২০- ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধশাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ।১৯৪০- প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমান।১৯৪৮- ধ্রুপদী রাগসঙ্গীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তী।

১৯৭৩- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বিনোদচন্দ্র চক্রবর্তী।১৯৭৫- বাঙালি লেখক ফাল্গুনী মুখোপাধ্যায়। ১৯০৪ সালের ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোলের নাকড়াকোন্দা গ্রামে জন্ম তার। তার আসল নাম তারাপদ। তিনি ছিলেন বঙ্গলক্ষ্মী মাসিকপত্রের সম্পাদক। সেখান থেকেই তার সাহিত্য জীবন শুরু হয়। তার রচিত অন্যতম এবং বহুপঠিত দুটি উপন্যাস চিতা বহ্নিমান ও শাপমোচন। এই দুটি উপন্যাস তার পাঠক সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে।

দিবসবিশ্ব ম্যালেরিয়া দিবস।

কেএসকে/জেআইএম

Advertisement