দেশজুড়ে

পঞ্চগড়ে তাপমাত্রা-শীত দুটোই বেড়েছে

পঞ্চগড়ে তাপমাত্রা ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

গত দুদিনের মতো বুধবারও দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে ছিল এলাকা। সোম ও মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সূর্য দেখা যায়নি। পরে রোদ ছড়িয়ে পরলে স্বস্তি ফিরে জনজীবনে। দুদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে সকালে কাজে যাওয়া কৃষি শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা গেছে।

উপজেলার চাকলাহাট এলাকার কৃষি শ্রমিক ময়নুল ইসলাম বলেন, আমাদের সকালে কৃষিপণ্য ক্ষেত থেকে তুলে তখনই বাজারে আনতে হয়। এজন্য ভোর থেকে শুরু কাজ হয়। বিশেষ করে শীতকালীন শাক-সবজি প্রতিদিন বাজারে আনতে হয়। এসময় খুব কষ্ট হয়। তবে দুদিন দুপুরের মধ্যে রোদ উঠার পর ঠান্ডা কমে যেত। কিন্ত আজ বেলা সাড়ে ১১ টা পর্যন্ত সূর্যের দেখা নেই। বাতাসের কারণে খুব ঠান্ডা লাগছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়ায় দুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে।

Advertisement

সফিকুল আলম/এফএ/এমএস