আন্তর্জাতিক

গাজায় ১২০ মরদেহ উদ্ধার, পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০

দুই দিন হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপ থেকে পচনশীল অবস্থায় ১২০ মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্সকর্মীরা এ তথ্য জানিয়েছে।

Advertisement

তাছাড়া অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ হলেও পশ্চিম তীরের জেনিনে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে জাতিসংঘের হিউম্যানিটারিয়ান এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার একদিনে গাজায় প্রায় ৯০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। কারণ এক্ষেত্রে আগের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন>

Advertisement

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৭ হাজার ছাড়িয়ে গেছে যুদ্ধবিরতি চুক্তির পরে গাজায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার সেনারা।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৭ হাজার ১০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক লাখ ১১ হাজার ১৪৭ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করতে শুরুর করেছে। তবে যে পরিমাণ সহায়তা সেখানে প্রবশে করেছে তা প্রয়োজনের তুলনায় সামান্যই বলা যায়।

সূত্র: আল-জাজিরা

Advertisement

এমএসএম