তথ্যপ্রযুক্তি

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত কি না বুঝবেন যেভাবে

সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম।

Advertisement

হোয়াটসঅ্যাপে বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান হতে পারে। আবার হ্যাকারের নজরে পড়ে সর্বস্ব খোয়াতে পারেন। সম্প্রতি মেটা প্রাইভেসি চেকআপ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে দ্রুত নিজেদের প্রাইভেসি সেটিংস রিভিউ এবং ম্যানেজ করতে পারবেন ব্যবহারকারীরা।

অফিসিয়াল ব্লগ পোস্ট থেকে জানা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপ সেটিংসে প্রাপ্ত সব প্রাইভেসি সেটিংসের মাধ্যমে ব্যবহারকারীদের পথ দেখাবে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি চেকআপ ফিচার। এটি শুরু করার জন্য প্রাইভেসি সেটিংসে গিয়ে স্টার্ট চেকআপে ট্যাপ করতে হবে।

সেখানে ব্যবহারকারী একের পর এক স্ক্রিন দেখতে পাবেন, যেখানে তারা নানা কিছু জানতে পারবেন। কে যোগাযোগ করতে চাইছেন, কে কোন গ্রুপে অ্যাড করতে চাইছেন, সেটা বেছে নেওয়া যাবে। নিজের ব্যক্তিগত তথ্য এডিটও করতে পারবেন তারা। এর মধ্যে অন্যতম হলো প্রোফাইল ফোটো, লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস এবং রিড রিসিটস। এর পাশাপাশি ডিজঅ্যাপিয়ারিং মেসেজ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এনেবল করে আরও গোপনীয়তা বজায় রাখা সম্ভব।

Advertisement

দেখে নিন কীভাবে কাজটি করবেন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সেখানে সেটিংসে যেতে হবে।

>> এবার অ্যাকাউন্ট > প্রাইভেসিতে ট্যাপ করতে হবে।

>> স্ক্রোল ডাউন করে ব্লকড কন্ট্যাক্টসে ট্যাপ করতে হবে।

>> উপরের ডান দিকের কোণায় থাকা অ্যাডে ট্যাপ করতে হবে।

Advertisement

>> নিজের কন্ট্যাক্ট থেকে আননোন সিলেক্ট করতে হবে।

>> এবার ব্লকে ট্যাপ করতে হবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস