গুগলের অ্যান্ড্রয়েডের গেমসগুলো ডেস্কটপেও খেলতে পারবেন গ্রাহকরা। পিসি গ্রাহকদের জন্য প্লে গেমসের বিটা ভার্সন নিয়ে এলো গুগল। ফিচারটির মাধ্যমে কোনো একটি প্ল্যাটফর্মে যেখানে গেম খেলা শেষ করেছেন পরের প্ল্যাটফর্মে সেখান থেকেই গেম শুরু করা যাবে। অর্থাৎ মোবাইল অথবা ট্যাবলেটে যে পর্যন্ত খেলেছেন সেখান থেকে কম্পিউটারে গেম খেলা শুরু করা যাবে।
Advertisement
খেলোয়াড়রা নিজেদের পছন্দের গেম ব্রাউজ করে ডাউনলোড করতে পারবেন। ফলে বড় স্ক্রিনের সঙ্গেই কি-বোর্ডের মাধ্যমে মোবাইলের যে কোনো গেম খেলা যাবে। ডিভাইস বদল করলে গেমের মধ্যে অ্যাচিভমেন্ট নষ্ট হবে না। গুগল প্লে গেমসের সঙ্গে সব তথ্য সিঙ্ক থাকবে।
তবে আপাতত নির্বাচিত গ্রাহকরা এই অ্যাপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। কেবল হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে গুগল। এর ফলে Mobile Legends, Summoners War, State of Survival ও Three Kingdoms Tactics এর মতো জনপ্রিয় মোবাইল গেমগুলো নিররাচিত এলাকার গ্রাহকরা কম্পিউটার থেকেও খেলতে পারবেন।
ডেস্কটপ থেকে অ্যান্ড্রয়েড গেম খেললে পাওয়া যাবে গুগল প্লে গেমস বিশেষ প্লে পয়েন্ট। প্রায় এক মাস আগে ডেস্কটপ গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড গেম খেলার সুবিধা নিয়ে আসার কথা ঘোষণা করেছিল গুগল।
Advertisement
তবে উইন্ডোজ পিসিতে কোন প্রযুক্তি ব্যবহার করে অ্যান্ড্রয়েড গেম চলবে তা এখনো পরিষ্কার নয়। উইন্ডোজ কম্পিউটারের সঙ্গেই এবার থেকে থাকবে গুগল প্লে গেমস অ্যাপ। তবে এই অ্যাপ ব্যবহার করে কোন গেম স্ট্রিম করা যাবে না। এরইমধ্যেই নতুন এই ফিচারের ডেভেলপার সাইট শুরু করেছে গুগল। সেখানে গেম ডেভেলপারদের জন্য প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে।
সূত্র: দ্য ভার্জ
কেএসকে/জিকেএস
Advertisement