এ বছর কবিকুঞ্জ পদক পেলেন কবি আমিনুল ইসলাম। ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজশাহীতে অনুষ্ঠিত নবম জীবনানন্দ কবিতা মেলায় কবির হাতে এ পদক তুলে দেওয়া হয়।
Advertisement
জানা যায়, ‘আমি এই বাংলার পাড়াগাঁয়ে বাঁধিয়াছি ঘর’ শিরোনামে রাজশাহীতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী নবম জীবনানন্দ কবিতা মেলা।
১২ নভেম্বর বেলা ১১টায় বরেন্দ্র কলেজ চত্বরে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিকুঞ্জ সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, কবি ও গবেষক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা।
Advertisement
স্বাগত বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য কবি আসাদ মান্নান, কবি মাকিদ হায়দার প্রমুখ।
এসময় কবিকুঞ্জ মুজিব সংকলন ও কবিকুঞ্জ সংকলন-২০২১ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
কবিতা মেলার দ্বিতীয় দিন ১৩ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কবিতা ভ্রমণ, বিকাল ৪টায় কবিতাপাঠ, কথাসাহিত্যিক জাকির তালকুদারের বক্তৃতা, আমন্ত্রিত বাচিকশিল্পীদের কণ্ঠে কবিতা আবৃত্তি অুনষ্ঠিত হয়।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় কবিকুঞ্জ পদক ও সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎকুমার সাহা। প্রধান অতিথি কবিকুঞ্জ পদক-২০২১ কবি আমিনুল ইসলামের হাতে তুলে দেন।
Advertisement
এসইউ/এমএস