দেশজুড়ে

বিপর্যস্ত সিলেটের জনজীবন, শীতের তীব্রতা থাকবে আরও তিনদিন

দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও জেঁকে বসেছে তীব্র শীত। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে নগরী। সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

Advertisement

সিলেট আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিন পরিস্থিতি একই থাকতে পারে। তবে দিনের বেলায় কুয়াশা কমার সম্ভাবনা থাকলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা থাকবে।

সোমবার মধ্যরাত থেকে সিলেটে কুয়াশা বাড়তে শুরু করে। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় পুরো জেলা। কিছু এলাকায় বেলা বাড়ার সঙ্গে কুয়াশা আরও বেড়ে যায়। ঘন কুয়াশার মধ্যে হিমেল বাতাসে শীত তীব্র হয়েছে।

তীব্র শীত ও ঘন কুয়াশায় সড়কে মানুষের চলাচল কমে গেছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘর হতে বের হতে দেখা যায়নি।

Advertisement

সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ১৪ দশমিক ৭ ডিগ্রি ও রোববার ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আবহাওয়ার অবস্থা আরও তিন-চারদিন অপরিবর্তিত থাকবে। তবে কুয়াশা কম-বেশি হতে পারে।

তিনি আরও বলেন, জানুয়ারি মাসের এই সময়ে শীতের তীব্রতা থাকে। কুয়াশার আধিক্যও থাকে। তবে সিলেটে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই।

আহমেদ জামিল/এফএ/এমএস

Advertisement