নিয়মিত টেস্ট খেলতে না পারলে যা হওয়ার তাই হলো, টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান থেকে সাকিব আল হাসানকে সরিয়ে দিয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং, সঙ্গে অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে এখন বিশ্বসেরা টেস্ট অলারাউন্ডারের মুকুট ভারতীয় স্পিনার অশ্বিনের মাথায়।বিশ্বসেরা অলরাউন্ডার, ক্রিকেটের তিন ফরম্যাটেই বিষয়টাকে নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন যেন সাকিব আল হাসান। অথচ, নিয়মিত খেলতে না পারার কারণে সাদা পোশাকের ক্রিকেটে নিজের জায়গাটা হারিয়ে ফেলতে হলো সাকিবকে। বিশেষ করে, দিল্লি টেস্টে বল-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেই টেস্ট অলরাউন্ডারের এক নম্বর স্থানটি দখল করে নিলেন রবিচন্দ্র অশ্বিন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে দেখা যাচ্ছে অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৬। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৮৪। নিশ্চিত, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি খেলতে পারলে সাকিবের রেটিং পয়েন্ট আরও অনেক বেড়ে যেতো। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজটা আসলে র্যাংকিংয়ে ভারতের বেশ উত্থান ঘটিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া-পাকিস্তানকে পেছনে ফেলে তারা উঠে এসেছে র্যাংকিংয়ে দুই নম্বরে। চার টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও টেস্ট র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থানই ধরে রেখেছে। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান চার নম্বরে। তবে এই মাসেই ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের মাঠে যদি অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে হারাতে পারে, তাহলে উঠে আসবে আবার দ্বিতীয় স্থানে।টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষস্থানে রয়েছেন স্টিভেন স্মিথ। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও, সমান রেটিং পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের জো রুটের। তিন নম্বরে রয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এক সময় শীর্ষে থাকা প্রোটিয়া টেস্ট অধিনায়ক হাশিম আমলা এখন রয়েছেন ৮ নম্বরে।ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান সদ্য সমাপ্ত সিরিজে অসাধারণ ব্যাটিং করা আজিঙ্কা রাহানে। ১৪ ধাপ এগিয়ে এসে তিনি রয়েছেন ১২তম স্থানে। বিরাট কোহলি এগিয়েছেন ২ ধাপ। রয়েছেন ১৪তম স্থানে।বোলারদের শীর্ষস্থানটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। দ্বিতীয় স্থানটি আগে থেকেই নিজের জন্য বরাদ্ধ রেখেছেন অশ্বিন। ইংলিশ পেসার জেমস এন্ডারসন রয়েছেন তিন নম্বর স্থানে। তবে অভাবনীয় উন্নতি হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার। ৪ ধাপ এগিয়ে এসেছেন তিনি। রয়েছেন সপ্তম স্থানে।আইএইচএস/আরআইপি
Advertisement