অজু ছাড়া আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা জায়েজ। আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর নামের জিকির করাও জায়েজ। কোরআন স্পর্শ না করে তিলাওয়াত করার জন্যও অজু জরুরি নয়। যদিও দোয়া, জিকির ও তিলাওয়াত অজু-অবস্থায় করা উত্তম।
Advertisement
একইভাবে নবিজির (সা.) নাম উচ্চারণ করা এবং নবিজির (সা.) নামে দরুদ পড়ার জন্যও অজু-অবস্থায় থাকা জরুরি নয়। অনেকে দরুদ পড়ার জন্য অজু জরুরি মনে করে অজুহীন অবস্থায় দরুদ পড়া থেকে বিরত থাকেন। এটা ঠিক নয়। রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নাম উচ্চারণ করলে বা শুনলে দরুদ পড়া আবশ্যক। অজুহীন অবস্থায় নবিজির নাম উচ্চারণ করলে বা শুনলেও দরুদ পড়তে হবে। অজু না থাকার কারণে দরুদ পড়া থেকে বিরত থাকা যাবে না।
কোরআন স্পর্শ করার জন্য অজু অপরিহার্য
কোরআন ধরে বা হাতে নিয়ে পড়তে হলে অজু করতে হবে। অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক। এ ছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
Advertisement
اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। (সুরা ওয়াকেয়া: ৭৭-৮০)
গোসল ফরজ অবস্থায় দোয়া, জিকির ও তিলাওয়াতের বিধান
গোসল ফরজ অবস্থায় ও নারীদের মাসিক অবস্থায়ও জিকির করা যাবে, কোরআনে উল্লিখিত দোয়াসহ যে কোনো দোয়াও পড়া যাবে। কোরআন তিলাওয়াত করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
Advertisement
لاَ تَقْرَإِ الْحَائِضُ وَلاَ الْجُنُبُ شَيْئًا مِنَ الْقُرْآنِ
মাসিক অবস্থায় থাকা নারী এবং যাদের উপর গোসল ফরজ তারা কোরআন তিলওয়াত করবে না। (সুনানে তিরমিজি: ১৩১)
তবে গোসল ফরজ অবস্থায় এবং মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা এবং উচ্চারণ না করে কোরআনের লেখার ওপর নজর বুলিয়ে যাওয়া এবং মনে মনে পড়া নিষিদ্ধ নয়। আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোনো এক স্ত্রী ঋতুমতী থাকা অবস্থায়ও তিনি তার কোলে মাথা রেখে শুতেন এবং কোরআন পাঠ করতেন। (সুনানে নাসাঈ: ৩৮১)
ওএফএফ/এএসএম