নারায়ণগঞ্জে র্যাব পরিচয়ে দুই প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১১’র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মো. আব্দুল হক স্বপন (৪৫) পিরোজপুরের কাউখালীর ধাবরী এলাকার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কুমিল্লার বুড়িচংয়ের আরাগ আনন্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু হানি (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভুঁইয়া (৩৫) গত ১৪ জানুয়ারি ভোরে দুবাই থেকে বাংলাদেশে আসেন। তারা বিমানবন্দর থেকে বের হয়ে এশিয়া লাইন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের হায়েচ বাসটির গতিরোধ করে। এসময় ৩-৪ জন র্যাবের পোশাক পরা অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে।
Advertisement
এরপর তারা নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় দিয়ে হানিফ ও রাজিবের বিরুদ্ধে মামলা আছে বলে জানায়। হানিফ ও রাজিব নিজেদেরকে প্রবাসী ও তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান।
এসময় বাসের চালক কৌশলে মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন ও অন্যরা র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিদের পরিচয়পত্র দেখাতে বলেন। তারা কিছু না দেখিয়ে প্রবাসী দুইজনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে হায়েচে তুলে হাত, পা ও চোখ বেঁধে ফেলে। পরে এলোপাতাড়ি মারধর করে সঙ্গে থাকা নগদ ১২ লাখ টাকাসহ দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা হানিফ ও রাজিবকে ৩-৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় আবু হানিফ বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আব্দুল হক স্বপনের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি পর্নোগ্রাফি মামলাসহ ঢাকার কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতি মামলা পাওয়া গেছে। তাকে পরবর্তী কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Advertisement
মো. আকাশ/এফএ/এমএস