ধর্ম

নির্ধারিত মসজিদে এবার তারাবিহ পড়তে দেবে মিসর

নির্ধারিত মসজিদে এবার তারাবিহ পড়তে দেবে মিসর

এবারের রমজানে মিসরের মুসল্লিরা অনুমোদিত মসজিদে রাতের নামাজ (তারাবিহ) পড়তে পারবে। মহামারি করোনার কারণে গত বছর রমজনে মিসরের মসজদিগুলোতে তারাবিহ ও ইতেকাফ স্থগিত রেখেছিল দেশটির আওকাফ মন্ত্রণালয়। বুধবার থেকে ৮ লাখ ৪৫ হাজার কোভেক্স ভ্যাকসিন কর্মসূচিও শুরু করবে বলে জানিয়েছে দেশটি। স্বাস্থ্য বিষয়ক দফতরের তথ্যে স্থানীয় দৈনিক আহরাম পত্রিকার বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

Advertisement

আগামী ১৩ এপ্রিল থেকে (১৪৪২ হিজরির) রমজান শুরু হওয়ার আশা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সাবধানতা অবলম্বন পুরোপুরি না হবে ততক্ষণ পর্যন্ত পবিত্র রমজানের রাতের (তারাবিহ) নামাজ রাষ্ট্র কর্তৃক অনুমোদিত মসজিদেই আদায় করতে হবে। যদিও রমজানের রাতের এ (তারাবিহ) নামাজের জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।

মিসরে মহামারি করোনায় ২ লাখ ২ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছে। ১১ হাজার ৯৯৫ জন মারা গেলেও করোনামুক্ত হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৯৪ জন।

এদিকে দেশটি গত জানুয়ারিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৫০ হাজার এবং গত কয়েক সপ্তাহ আগে সিনোফর্ম ভ্যাকসিনের ৬ লাখ ডোজ সরবরাহ করা হয়।

Advertisement

উল্লেখ্য, মিসরের মসজিদগুলোতে বড় জমায়েত আয়োজন এবং রাস্তায় দাতব্য সংস্থার আয়োজন নিষিদ্ধ রয়েছে তবে শিক্ষার্থীদের জন্য কিছু খেলাধূলার অনুমোদন রয়েছে।

এমএমএস/জেআইএম