আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ মে ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরিফেরভারতের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সশস্ত্র বাহিনীকে ‘আত্মরক্ষার অংশ’ হিসেবে ‘প্রত্যুত্তরমূলক ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দিয়েছেন। বুধবার (৭ মে) ভোরে ভারতের চালানো একাধিক প্রাণঘাতী হামলার কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্ত জানানো হয়।

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। তাছাড়া আহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনীর বরাতে বুধবার (৭ মে) বিবিসির লাইভে এসব তথ্য জানিয়েছে।

কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারতভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার (৭ মে) ভারতের পক্ষ থেকে পাকিস্তানি ভূখণ্ডে ‘৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো’ ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয় বলে জানান তারা।

Advertisement

ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে পাকিস্তান-সংঘাতভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ এশিয়ায় ধনী দেশের বিনিয়োগ ও কৌশলগত আগ্রহ বাড়ার কারণে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের সংঘাত এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিলভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে তিন শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

পাকিস্তানের নোসেরি বাঁধেও হামলা চালিয়েছে ভারতপাকিস্তানশাসিত কাশ্মীরে নীলম নদীর ওপর নির্মিত নোসেরি বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশে ভারত হামলা চালিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার (৭ মে) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সূত্রটি জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে এই গোলাবর্ষণে বাঁধটির পানি গ্রহণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসিপাকিস্তানে বসবাসরত জাতিসংঘ ঘোষিত ‘সন্ত্রাসী’ মাওলানা মাসুদ আজহার জানিয়েছেন, ভারতের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে হামলায় তার পরিবারের ১০ সদস্য ও চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।

Advertisement

পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ ও ‘বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত আক্রমণ’ বলে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে ভারতের এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। এটিকে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি বাড়ানোর কারণ বলেও মন্তব্য করেছে আঙ্কারা।

পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েলযে কোনো ‘সন্ত্রাসী’ হামলার বিপরীতে ভারতের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানিয়েছেন।

ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্বভারত ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের একাধিক স্থানে হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। নয়াদিল্লি দাবি করেছে, এসব স্থানে ‘সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র’ ছিল। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। বরং, ভারত মসজিদে হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ২৬ পর্যটক প্রাণ হারান। ওই হামলার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। অপরদিকে পাকিস্তানও এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছে। কিন্তু তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একের পর এক পদক্ষেপ দুদেশের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটিয়েছে। আর সবশেষ তা হামলা পাল্টা হামলায় রূপ নিয়েছে।

কেএএ/এএসএম