১৮তম ওভারে মাথিসা পাথিরানা দিয়েছিলেন ১৪ রান। কিন্তু ইনিংসের শেষ ওভারে তিনি করলেন টাইট বোলিং। ফলে পুঁজিটা প্রত্যাশিত হলো না কলকাতা নাইট রাইডার্সের।
Advertisement
ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ৬ উইকেটে ১৭৯ রানেই থেমেছে কলকাতা। অর্থাৎ জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৮০।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে (৯ বলে ১১) হারালেও এরপর সুনিল নারিন আর আজিঙ্কা রাহানের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৬৭ রান তোলে কলকাতা।
নারিন ১৭ বলে ২৬ করে অষ্টম ওভারে সাজঘরে ফেরত যান। ওই ওভারেই আউট হন অঙ্কৃশ রঘুবানসি (১)। এরপর দলকে একশ পার করে দেন রাহানে। ৩৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৮) এসে ফেরেন কলকাতা অধিনায়ক।
Advertisement
উইকেটে এসেই মেরে খেলতে থাকেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৩৮ করেন ৪ চার আর ৩ ছক্কায়। রিঙ্কু সিং ফেরেন ৬ বলে ৯ করে।
এরই মধ্যে উইকেটে সেট হয়ে যান মনিশ পান্ডে। যদিও শেষদিকে সেভাবে হাত খুলতে পারেননি। মাথিসা পাথিরানার শেষ ওভারে মাত্র ৬ রান নিতে পারে কলকাতা। মনিশ ২৮ বলে একটি করে চার-ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন।
৩১ রান খরচায় ৪টি উইকেট নেন চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ।
এমএমআর
Advertisement