হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে বা কল করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই। সমস্যা দেখা দিয়েছে ইনস্টগ্রামেও। এ সমস্যা বিশ্বজুড়ে। সার্ভারে ত্রুটির জন্য এমনটা হচ্ছে বলে জানা গেছে।
Advertisement
শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ‘ডাউনডিটেক্টর’ নামে একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার কথা জানান।
বাংলাদেশ সময় রাত ১টার পরে এ সমস্যা থেকে মুক্তি মেলে ব্যবহারকারীদের। তবে এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি হোয়াটস্অ্যাপ-ইনস্টাগ্রামের কর্ণধার ফেসবুক কর্তৃপক্ষ।
Advertisement
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারিও এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন ফেসবুক ব্যবহারকারীরা।
এসএস