লাইফস্টাইল

ঘরে তৈরি স্প্রে ব্যবহারেই বন্ধ হবে নাক ডাকা

নাক ডাকার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। যদিও নাক ডাকা ব্যক্তি বিষয়টি টের না পেলেও পাশের জনের অবস্থা খারাপ হয়ে যায়। অনেক সময়েই ঠান্ডা লেগে নাক বন্ধ হয়েও ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা হয়ে থাকে।

Advertisement

আবার নেশাজাতীয় দ্রব্য সেবন, অতিরিক্ত মেদ ও শোয়ার ধরণের জন্যও নাক ডাকতে পারে। তবে কিছু বিষয় মাথায় রাখলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন নাক ডাকার সমস্যা থেকে মুক্তির উপায়-

ঠান্ডা লাগার কারণে যদি আপনার নাক বন্ধ হয়ে যায়; তাহলে ঘুমানোর আগে লবণ পানির স্প্রে ব্যবহার করুন। ঘরেই তৈরি করতে পারবেন এই স্প্রে। এজন্য আধা চা চামচ মোটা দানার লবণের সঙ্গে ১ কাপ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। প্রতি রাতে ঘুমানোর আগে দুই থেকে তিনবার নাকে স্প্রে করুন। তবে ৪-৫ রাতের বেশি ব্যবহার করবেন না।

আর যদি ঠান্ডা না থাকলেও নাক ডাকার সমস্যা থাকে; তাহলে শোওয়ার ধরণ বদলে দেখুন। অনেক সময় চিৎ হয়ে শোওয়ার কারণে পেছনের অংশে চাপ পড়ে শ্বাসনালীর পেশি সংকুচিত হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে পাশ ফিরে তারপর ঘুমান। একটি বড় কোলবালিশ ব্যবহার করতে পারেন ঘুমানোর সময়।

Advertisement

>> অতিরিক্ত মেদের কারণেও নাক ডাকার সমস্যা হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার মাধ্যমে মেদ কমিয়ে ফেলুন।

>> ঘুমানোর আগে কয়েক ফোঁটা মেন্থল তেল লাগিয়ে নিন নাকের আশেপাশে। এতে নাক বন্ধজনিত সমস্যা থেকে মুক্তি মিলবে।

>> নাক ডাকার প্রবণতা বেশি দেখা যায় ধূমপায়ীদের মধ্যে। যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে তাই ত্যাগ করুন দ্রুত।

>> উঁচু বালিশে ঘুমালেও অনেক সময় বন্ধ হয় নাক ডাকা। তবে নাক ডাকা বন্ধ না হলে ডাক্তারের পরামর্শ নিন। কারণ অসুস্থতার কারণেও এ ধরনের সমস্যা হতে পারে।

Advertisement

জেএমএস/জেআইএম