সাহিত্য

আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া

গাঁয়ের পথে

Advertisement

আঁকাবাঁকা গাঁয়ের পথচলে গরুর গাড়ি,পথ পেরিয়ে কাশবন আমার ছোট্ট বাড়ি।

রূপে ভরা কলমিলতাপথ পানে চেয়ে,তরুলতা সবুজ ঘাসকাশবন বেয়ে।

পথ পেরিয়ে ছোট্ট মাঠ চলে সদা খেলা,শিশু-কিশোর মুখরিত কাটে সারাবেলা।

Advertisement

পরীর গাঁ

কে যাবি পরীর গাঁয়েআমার সাথে আয়, সন্ধ্যা হলে আসবে নেমেনিতে রঙের নায়।

নাচে-গানে মন মাতাবেহৃদয়জুড়ে সুখ, মধুর হাসি রঙে রঙিনভরে যাবে বুক।

পাখা মেলে উড়ে উড়েদেখাবে সব রং,তড়িগড়ি আয় তোরামনে নিয়ে ঢং।

Advertisement

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএ/এমকেএইচ