মালয়েশিয়ান এয়ারলাইন্স এমএইচ১৭ যাত্রীবাহী বিমানটি রাশিয়ার তৈরি মিসাইলের আঘাতেই বিধ্বস্ত হয়েছিলো বলে ডাচ সেফটি বোর্ডের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। প্রায় ১৫ মাসের তদন্ত শেষে মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে নেদারল্যান্ড। খবর বিবিসির।২০১৪ সালের ১৭ জুলাই পূর্ব ইউক্রেনের আকাশ সীমানা দিয়ে উড়ে যাওয়ার সময় মালয়েশিয়ান বিমান এমএইচ১৭ বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির আরোহী ও কর্মীসহ ২৯৮ জনের প্রাণহানি ঘটে। নেদারল্যান্ড থেকে বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ১৯৩ আরোহীই নেদারল্যান্ডের নাগরিক। ইউক্রেন সরকার ও রুশ সমর্থিত বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ের সময় এ ঘটনা ঘটে। বিমানটির বিধ্বস্ত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলে পাল্টাপাল্টি অভিযোগ। এরপর ১৫ মাসের তদন্ত শেষে ডাচ সেফটি বোর্ডের এ প্রতিবেদনে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার তৈরি মিসাইলের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছিলো। মিসাইলটি বিমানের সামনের অংশে আঘাত হানলে সেটি দ্বিখণ্ডিত হয়ে বিধ্বস্ত হয়।পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনের দাবি, রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা বোয়িং৭৭৭ এ হামলা চালিয়ে বিধ্বস্ত করেছিলো। কিন্তু মস্কো ইউক্রেনের এ দাবিকে প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে ইউক্রেন ভূখন্ড থেকে ছোড়া মিসাইলের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে।এসআইএস/পিআর
Advertisement