আন্তর্জাতিক

খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রেস্তোরাঁর ঘটনা। এক ব্যক্তি স্যান্ডুইচের অর্ডার দিয়েছিলেন। কিন্তু কোনো কারণে ওয়েটার খাবার দিতে দেরি করছিল। তাই দেখে ক্ষেপে যান ওই ক্রেতা। তিনি কাছে থাকা পিস্তল বের করে ওয়েটারকে গুলি করেন। ঘটনাস্থলেই ওই মারা গেছে।

Advertisement

প্যারিসের রেস্তোরাঁর মর্মান্তিক ওই ঘটনার খবর জানিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি। তাদের প্রকাশিত অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, ফ্রান্সের রাজধানী প্যারিসের পূর্ব দিকে অবস্থিত নইসি-ল্য-গ্রান্ডে নামের একটি রেস্তোরাঁয় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ক্ষিপ্ত হয়ে ওয়েটারকে গুলি করে হত্যার পর পালিয়ে যান ওই ক্রেতা। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল শনিবার প্যারিস পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজে অভিযান শুরু করেছে তারা।

মর্মান্তিকভাবে প্রাণ হারানো ২৮ বছর বয়সী ওই ওয়েটারের নাম জানা যায়নি। কাঁধে গুলি লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পরপরই তার সহকর্মীরা পুলিশকে খবর দেয়। সে সেময় রেস্তোরাঁয় থাকা অন্য ক্রেতা ও স্থানীয়রা জড়ো হন সেখানে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘তাকে একটি স্যান্ডুইচের জন্য হত্যা করা হলো? আমি বিশ্বাস করতে পারছি না।’ অপর এক নারী বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক। রেস্তোরাঁটির পরিবেশ খুবই শান্ত এবং নির্ঝঞ্জাল। কিছুদিন হলো রেস্তোরাঁটি চালু হয়েছে।’

এসএ/পিআর