আন্তর্জাতিক

পার্লারের নামে অবৈধ কর্মকাণ্ড, অভিযান চালিয়ে আটক ৩৫

পার্লারের নামে চলছিল অবৈধ কর্মকাণ্ড। রোববার ভারতের নয়ডায় ১৪টি ম্যাসাজ পার্লারে অভিযান চালায় উত্তর প্রদেশের পুলিশ। অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনই নারী। এছাড়া বেশ কয়েকজন বিদেশিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

উত্তর প্রদেশের সেক্টর ১৮ এলাকায় ম্যাসাজ পার্লারের আড়ালে অবৈধ ব্যবসা চলত বলে পুলিশের কাছে খবর আসে। গৌতম বুদ্ধ নগরের (গ্রামীণ) এসপি বিনিত জয়সওয়াল বলেন, সিনিয়র এসপি বৈভব কৃষ্ণের নেতৃত্বে রোববার রাতে ১৪টি ম্যাসাজ পার্লারে অভিযান চালানো হয়।

মধ্যরাতে চলে এসব অভিযান। একসঙ্গে পুলিশের ১৪টি দল অভিযান চালায়। এর মধ্যে রয়েছে ৭ সার্কেল অফিসার, ৮ স্টেশন হাউস অফিসার, ৩০ সাব ইনস্পেক্টর ও কনস্টেবল। ওই দলে নারী কনস্টেবলও ছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই ম্যাসাজ পার্লারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পার্লারের কাজের আড়ালে রমরমিয়ে মধুচক্র চালানো ছাড়াও নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ রয়েছে ওই পার্লারগুলোর বিরুদ্ধে।

Advertisement

টিটিএন/এমকেএইচ