খেলাধুলা

আজ যে সব মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-মুশফিকরা

সাকিব আল হাসানের সামনে সবচেয়ে বড় মাইলফলক দাঁড়িয়ে। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজেকে একবার শীর্ষে তুলতে পারছে তো, আবার পেছনে পড়ে যাচ্ছেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পারেননি শীর্ষে উঠতে। ১৬৬ রান করার কারণে ওই জায়গাটা দখলে চলে গেছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের।

Advertisement

আর মাত্র ২৩ রান করতে পারলেই ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে আবারও রান সংগ্রাহের তালিকায় শীর্ষে উঠে যেতে পারবেন সাকিব। এখন তার রান ৫ ইনিংসে ৪২৫। ওয়ার্নারের রান ৬ ইনিংসে ৪৪৭।

তবে বিশ্বকাপে রান তোলার ক্ষেত্রে ব্যক্তিগত এই লড়াই ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে আরও কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আজ বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। এক নজরে জাগো নিউজের পাঠকদের সামনে তুলে ধরা হলো, কি সেই মাইলফলকগুলো, যেগুলো ছোঁয়ার অপেক্ষা সাকিব-মুশফিকরা!

* বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১০০০ রানের মাইলফলক ছুঁতে ৩৫ রান প্রয়োজন সাকিব আল হাসানের।* আজ ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে খেলবেন সৌম্য সরকার।* ওয়ানডেতে ৪০০০ রানের মাইলফলক ছুঁতে ৮০ রান প্রয়োজন মাহমুদউল্লাহ রিয়াদের।* আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁতে ৫৪ রান প্রয়োজন মুশফিকুর রহীমের।* আর ৪৪ রান হলেই ওয়ানডেতে ৩০০০ রান হবে সাকিব-মুশফিক জুটির।* আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেট থেকে মাত্র ৩ উইকেট দুরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

Advertisement

আইএইচএস/পিআর