খেলাধুলা

বিধ্বংসী ওয়ার্নারকে রুখতে পারবে তো মালিঙ্গার ইয়র্কার?

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সাফল্য সাকুল্যে ১ জয়। ক্রিকেটের মহামঞ্চে দুই দল ৯বার মোকাবিলা করলেও, ওই ১ জয় ছাড়া পাওয়ার পর মতো আর কিছুই নেই লঙ্কানদের। এবার তো বলতে গেলে আনকোরা এক দল গঠন করে বিশ্বকাপ খেলতে এসেছে ৯৬ এর বিশ্বকাপজয়ীরা। তাই শক্তিশালী অসিদের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাটা বাড়াবাড়িই মনে হতে পারে অনেকের কাছে।

Advertisement

অন্যদিকে, ভারতের কাছে হারলেও এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচের ৩টিতে জয় অস্ট্রেলিয়ার। লঙ্কানদের বিপক্ষে আজও তাই জয়ের জন্যই মাঠে নামবে অ্যারন ফিঞ্চের দল। দলের ক্রিকেটাররাও আছেন ছন্দে। অলরাউন্ডার মার্কোস স্টোইনিস ইনজুরিতে ভুগলেও দলের বাকিদের পারফরম্যান্সে সেই অভাব অনুভব করতে হচ্ছে না তাদের।

চলুন এবার এক নজরে এই দুই দলের দুই সেরা তারকার কথা জেনে নেয়া যাক, যারা কিনা যেকোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়-

লাসিথ মালিঙ্গা : বিশ্বকাপে খুব বড় তারকা খেলোয়াড় নেই শ্রীলঙ্কা দলে। ভঙ্গুর দলের একমাত্র আশার প্রদীপ তাই অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা নিজেও আছেন ভালো ফর্মে। শাশুড়ি মারা যাওয়ার কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিন দেশের বিমান ধরেছিলেন তিনি। শেষকৃত্য শেষে ইতোমধ্যেই দলের সঙ্গে ফের যোগও দিয়েছেন তিনি। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার পরপর দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে অবশ্য ঝলক দেখিয়েছিলেন ইয়র্কার মাষ্টার। ৩৯ রানের খরচায় তুলে নিয়েছিলেন ৩ উইকেট। এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ সফল এই ডানহাতি। অসিদের বিপক্ষে ২৬ ইনিংসে বল করে ঝুলিতে ৪৭ উইকেট তার।

Advertisement

ডেভিড ওয়ার্নার : বল টেম্পারিং কেলেঙ্কারির পর জাতীয় দলে ফেরা ডেভিড ওয়ার্নারের মূল লক্ষ্য ছিল স্বরূপে ফেরা। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে সেই লক্ষ্য পূরণ করেছেন ওয়ার্নার। এর আগে তিন ম্যাচেও অবশ্য রান পেয়েছেন তিনি। ছিল ২টি ফিফটি। এ পর্যন্ত তাই অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান তিনিই। শ্রীলঙ্কার বিপক্ষে তাই আজও ওয়ার্নারের দারুণ শুরুর অপেক্ষায় থাকবে অসি টিম ম্যানেজমেন্ট। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত সেরা ইনিংসের মালিকও ওয়ার্নার (১৬৩ রান)।

এসএস/এমএস