খেলাধুলা

২০২০ সালের কোপায় খেলবে অস্ট্রেলিয়া

লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার প্রতি আসরেই দক্ষিণ আমেরিকান কনমেবলের বাইরে থেকে নেয়া হয় একাধিক দল।

Advertisement

ব্রাজিলে শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকান কনমেবলের বাইরে থেকে খেলছে এশিয়ার দুই দেশ জাপান ও কাতার।

আগামী বছর হতে যাওয়া কোপা আমেরিকার পরবর্তী আসরেও থাকবে কাতার। তবে সে আসরে জাপানের পরিবর্তে খেলবে অস্ট্রেলিয়া। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়া।

কোপা আমেরিকার মতো বড় আসরে আমন্ত্রণ পেয়ে দলটির কোচ গ্রাহাম আর্নল্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবাদমাধ্যমে। তিনি বলেন, ‘আমাদের আগামী মৌসুমের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। এটির জন্য আর তর সইছে না। কোচ এবং খেলোয়াড় হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’

Advertisement

এসএএস