বগুড়া শহরের আদর্শ কলেজ এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রনি নামে এক কুখ্যাত সন্ত্রাসী আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
Advertisement
আহত রনির আসল নাম আব্দুল্লাহ আল জোনায়েদ রনি (৩৫)। তিনি ‘বি ক্লাস রনি’ নামেও পরিচিত। শহরের হাকির মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে রনি। তার নামে সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ডিবি পুলিশের একটি টহল দল ইন্সপেক্টর আসলামের নেতৃত্বে আদর্শ কলেজের সামনে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করলে আহত হন রনি। পরে সেখানে গিয়ে আহত রনিকে পড়ে থাকতে দেখে দ্রুত শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবি টিমের দুই কনস্টেবল আহত হয়ে পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
লিমন বাসার/এফএ/এমএস