নওগাঁর পত্নীতলায় ইয়াবা ও হেরোইনসহ মামুনুর রশিদ ওরফে মামুন (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ বিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় ডিবি অফিসে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম।
Advertisement
আটক মামুনুর রশিদ ওরফে মামুনের বাড়ি পত্মীতলা থানার আবাদীপাড়া গ্রামে। পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম বলেন, ‘মাদক বিক্রেতা মামুন তার বাড়িতে ইয়াবা ও হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিত্বে ওসি ডিবির নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাত সাড়ে ৮টায় অভিযান পরিচালনা করে।
এ সময় মামুনের বাড়ি ঘেরাও করে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৭১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পত্নীতলা থাকায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মামুন একজন কুখ্যাত মাদক বিক্রেতা। ইতোপূর্বে দু’দফায় ২ হাজার ৫৩০ বোতল ফেন্সিডিলের মামলা আদালতে বিচারধীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, ডিবি ওসি কেএম সামছুদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
Advertisement
আব্বাস আলী/এমআরএম/এমএস