শরীয়তপুরে বজ্রপাতে শাকিল শিকদার (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার চাচা আমিনুল শিকদার (৪৫)। সোমবার দুপুর ১২টার দিকে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের দশমনতারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত শাকিল ধানকাঠি ইউনিয়নের দশমনতারা গ্রামের জসীম শিকদারের ছেলে। শাকিল সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পাস করেছেন। আর আহত আমিনুল হক শিকদার একই গ্রামের আজিজুল শিকদারের ছেলে। আমিনুল ধানকাঠি ইউনিয়ন সমাজকর্মী। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে শাকিল শিকদার ও তার চাচা আমিনুল হক শিকদার ঘরের সামনে বসে গল্প করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাকিল মারা যান। এ ছাড়া তার পাশে থাকা আমিনুল হক শিকদার গুরুতর আহত হন। আমিনুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘আমিনুল হক শিকদার আমাদের সমাজসেবাকর্মী। তিনি বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার চিকৎসার জন্য সবধরনের সহায়তা করা হবে।’
ছগির হোসেন/এনডিএস/পিআর