খেলাধুলা

প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে অস্ট্রেলিয়ান ওপেনার

গত বছরের শুরুতেও অস্ট্রেলিয়া ছিলো ছন্নছাড়া এক দল। দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হন। তাদের দুইজনের নিষেধাজ্ঞার সাথেই যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকে অসিরা।

Advertisement

তবে ঠিক বিশ্বকাপের আগেই নিজেদের ফিরে পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতকে তাদের মাটিতে সিরিজ হারানোর পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তাদেরই হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। আর এতে বড় ভূমিকা ছিলো ওপেনার ওসমান খাজা ও মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বের।

তাদের দুইজনের বিধ্বংসী ফর্মের সাথে নিষিদ্ধ দুই ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নারের ফিরে আসায় বিশ্বকাপ দল নির্বাচনেই বিপাকে পড়ে যান নির্বাচকরা। শেষ পর্যন্ত হ্যান্ডসকম্ব জায়গা হারালেও বিশ্বকাপ দলে আছেন ওপেনার ওসমান খাজা।

তবে এবার শঙ্কা দেখা দিয়েছে খাজার বিশ্বকাপ খেলা নিয়ে। আজ (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি। এর আগেও ২০১৪ সালে হাঁটুতে চোট পেয়ে অপারেশন করাতে হয়েছে খাজাকে। তাই অনেকের মনেই শঙ্কা জাগছে খাজার বিশ্বকাপ খেলা নিয়ে।

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য জানিয়েছে, খাজার ইনজুরি গুরুতর কিছু নয়। আগামী ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অসিদের বিশ্বকাপ মিশন।

এমএইচবি/এমএমআর/এমএস