খেলাধুলা

চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ, বাইবেল দেখে স্যামির ভবিষ্যদ্বাণী

ভ্রূ কুঁচকে দেয়ার মতো চমকপ্রদ এক ভবিষ্যদ্বাণী করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। জানালেন, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে তার দেশ ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

ক্যারিবীয়দের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক স্যামি সম্প্রতি বিশ্বকাপ বিষয়ক এক অনুষ্ঠানে বলেন, ‘অন্তত ক্রিস গেইলের জন্য হলেও ওয়েস্ট ইন্ডিজ দল এই বিশ্বকাপ জিততে চাইবে। কারণ ইতোমধ্যেই গেইল জানিয়েন দিয়েছে বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি।’

এরপর তিনি বিশ্বকাপের চ্যাম্পিয়নের ব্যাপারে ভবিষৎবাণী করে বলেন, ‘এই বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজই জিতবে। যেহেতু ক্রিস গেইল অবসরে যাচ্ছেন, তার আগে ইউনিভার্সাল বস নিশ্চিতভাবে আলোড়ন সৃষ্টি করতে চাইবেন। আমার গভীর অনুভূতি তো তাই বলছে।’

স্যামির এই আগাম বাণী অনেকের কাছে অবশ্য স্রেফ হাস্যকর ঠেকছে। কারণ বাছাই পর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নেয়া দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যে আকাশ-কুসুম স্বপ্ন বৈকি আর কিছুই হতে পারে না! এ ছাড়াও ক্যারিবিদের সাম্প্রতিক ফর্মও কথা বলছে না তাদের হয়ে।

Advertisement

ওয়ানডে র‍্যাংকিংয়ে ৮ নম্বরে আছে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দল। সম্প্রতি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজেও বাংলাদেশের কাছে টানা তিনবার হেরেছে তারা। তবে স্যামি এসব হিসেব-নিকেশে খুব একটা পাত্তা দিলেন না।

খ্রিষ্টানদের ধর্ম শাস্ত্র বাইবেলকে টেনে এনে তিনি বলেন, ‘৪০ বছর (১৯৭৯ সালে শেষ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ) হয়ে গেল আমরা সবশেষ বিশ্বকাপ জিতেছি। আমি একজন বাইবেল অনুসারী এবং বাইবেলে ৪০ সংখ্যাটি অনেক বেশিবার ব্যবহৃত হয়েছে। তাই আমি মনে করি, এটাই সঠিক সময় আমাদের ঘুরে দাঁড়াবার। এবারই হয়ে যাবে কিছু একটা।’

এসএস/এসএএস/জেআইএম

Advertisement