গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩১টি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৬৩ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৯ কেটি ৫৭ লাখ ৩৯ হাজার টাকা বা ২৪ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৩ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার।
Advertisement
ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, এস্কয়ার নিট কম্পোজিট, ফরচুন সুজ, ড্যাফোডিল কম্পিউটার্স, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, ডরিন পাওয়ার, ব্যাংক এশিয়া, এমএল ডাইং, প্রভাতী ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি, ন্যাশনাল পলিমার, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, কাট্টালি টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, নিটল ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মুন্নু জুট স্টাফলার্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, সিলভা ফার্মা, বারাকা পাওয়ার, ইফাদ অটোস, ফাইন ফুডস এবং ইস্টার্ন ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির ১৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক।
এছাড়া এস্কয়ার নিট কম্পোজিটের ৪ কোটি ৬৫ লাখ ৪২ হাজার টাকা, ফরচুন সুজের ৪ কোটি ৬ লাখ ১২ হাজার টাকা, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ কোটি ৪১ লাখ ৩ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারে ২ কোটি ৮১ লাখ ৬৪ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ টাকা, ডরিন পাওয়ারের ২ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ২ কোটি ২৩ লাখ ৬ হাজার টাকা, এমএল ডাইংয়ের ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Advertisement
বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- নাভানা সিএনজির ৭৮ লাখ ৩ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ৭২ লাখ ৪৯ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬২ লাখ ৪০ হাজার টাকা, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬১ লাখ ২০ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ৬০ লাখ ৮৫ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ৫৯ লাখ ২৮ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৫ লাখ ৪৩ হাজার টাকা, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৭২ হাজার টাকা, ইস্টার্ন কেবলসের ৩১ লাখ ৭৫ হাজার টাকা, নিটল ইন্স্যুরেন্সের ২৫ লাখ ১৩ হাজার টাকা, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এককভাবে ব্লক মার্কেটে ২০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু জুট স্টাফলার্সের ১৭ লাখ ৩৩ হাজার টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৪১ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১৩ লাখ ৮০ হাজার টাকা, সিলভা ফার্মার ১৩ লাখ ২০ হাজার টাকা, বারাকা পাওয়ারের ৯ লাখ ৪৯ হাজার টাকা, ইফাদ অটোসের ৯ লাখ ৪৮ হাজার টাকা, ফাইন ফুডসের ৫ লাখ ৫২ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএএস/জেএইচ/এমএস
Advertisement