বিনোদন

মে দিবসে ভক্তদের ফকির আলমগীরের উপহার

গণসঙ্গীতের কিংবদন্তি গায়ক ফকির আলমগীর অসহায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। মে দিবস উপলক্ষে প্রকাশ হলো বরেণ্য এই গায়কের নতুন গান ‘ভালোবাসা তুমি’। মঙ্গলবার সন্ধ্যায় সিডি ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

Advertisement

‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা, ভালোবাসা তুমি আপসের কাছে বন্দি মানবতা, ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন, ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন’- এমন কাব্যিক কথার গানটি লিখেছেন লিমন আহমেদ। সুর করেছেন মুরাদ নূর ও সঙ্গীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

অনেক দিন পর ফকির আলমগীরের কণ্ঠে নতুন মৌলিক গান প্রকাশ পেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মে দিবসে শ্রোতাদের নতুন একটি গান উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গানটি আমাকে মুগ্ধ করেছে। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাব।’

নতুন গানের পাশাপাশি ফকির আলমগীরের গাওয়া বেশকিছু জনপ্রিয় গান মে দিবসকে ঘিরে সামনে এসেছে। এই গানগুলো হলো- ‘ফিদেল কাস্ত্রো’, ‘চল মজদুর’, ‘বাংলার কমরেড’। মে দিবসকে ঘিরে এই শিল্পীকে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়।

Advertisement

ফকির আলমগীর বলেন, ‘মে দিবসের দিনটি কাটবে অনেক কর্মমুখরতার মধ্য দিয়ে। সকাল থেকেই বিভিন্ন আয়োজনে অংশ নেব। এটিএন বাংলায় ‘চায়ের চুমুকে’ ৭টায়, চ্যানেল আইয়ে ‘গানে গানে’ সকাল ৯টায়, একুশে টিভির ‘মে দিবস’ ১০টায়।

এরপর বিশ্রাম নিয়ে বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যাব শ্রম অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে। এরপর উত্তরার ১৪ নম্বর মাঠে আয়োজিত অনুষ্ঠানে যাব। সন্ধ্যা ৬টায় গাজী টিভিতে ‘শুভ সন্ধ্যা’, এরপর এশিয়ান টিভিতে অংশ নেব। রাত পৌনে ১২টায় দেশটিভিতে ‘সোজা কথা’ অনুষ্ঠান দিয়ে শেষ হবে সারাদিনের সূচি।’

এমএবি/বিএ

Advertisement