বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯'এ ছেলেদের ফুটবলের ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
Advertisement
উভয় দলের টানটান উত্তেজনায় ভরপুর খেলার প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে উভয় দল। কিন্তু কোন দলই গোল করতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে দলকে এগিয়ে দেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড় উসাইন।
পিছিয়ে পড়ে অনেকটা অগোছালো খেলা খেলতে থাকে গণ বিশ্ববিদ্যালয়। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান গণ বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় রনি। খেলার ব্যবধান দাঁড়ায় ১-১ ব্যবধানে। শেষপর্যন্ত ম্যাচের গোললাইন ১-১ থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নিজেদের প্রথম শট মিস করেন গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়। সুযোগ কাজে লাগিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফারইস্ট। পরে উভয় দলের নেওয়া পাঁচটি করে শটে ৩-৩ ব্যবধানে অমীমাংসিত থাকে। এর পরে ফুটবল খেলার নিয়মানুযায়ী উভয় দল আবারও একটি করে শট নেওয়ার সুযোগ পায়। পরে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় গণ বিশ্ববিদ্যালয়।
Advertisement
গণ বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক মুস্তাফিজুর রহমানের হাতে চ্যাম্পিয়ন শিরোপা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম পি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২৯ মার্চ তারিখে প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সারাদেশ থেকে মোট ৬৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের ফুটবল ছাড়াও গণ বিশ্ববিদ্যালয়ের নারী দল ফুটবল, ক্রিকেট ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মোহাম্মদ রনি খাঁ/এসএএস/এমকেএইচ
Advertisement