জাতীয়

এসডিজি অর্জনেও বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করবে

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি বলেছেন, জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টেকসই লক্ষ্যসমূহের (এসডিজি) মধ্যে এটি অন্যতম। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে এশিয়ার পার্লামেন্টসমূহের সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই লক্ষ্য অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ধারাবাহিকতায় এসডিজি অর্জনেও বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করবে।

Advertisement

শনিবার (২০ এপ্রিল) রাশিয়া ফেডারেশনের নারান-মার এ এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির স্টান্ডিং কমিটি অন ইকনমিক অ্যান্ড সাসটেইনেবল ডেভোলপমেন্ট শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় আবুল কালাম আজাদ এমপিসহ চার সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সভা শেষে এক অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, বর্তমানে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য অন্যতম প্রধান সমস্যা। সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাদের যথাযথ খাবার, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফা প্রস্তাবের কথা উল্লেখ করে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে এশিয়ার সংসদ সদস্যবৃন্দকে জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি। এ সময় চীন, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিদলের প্রধানগণ বাংলাদেশের অবস্থানের জোরালো সমর্থন ব্যক্ত করেন।

Advertisement

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য নূরুন্নবী চৌধুরী এমপি ও সেলিম আলতাফ জর্জ এমপি সভায় অংশ নেন। এছাড়া সভায় বাংলাদেশ, রাশিয়া, চীন, তুরস্কসহ ২৩টি দেশের ১০০ জন প্রতিনিধি অংশ নেন।

এইচএস/আরএস